শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ক্রিকেট অস্ট্রেলিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২২, ০৫:১৮

শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ক্রিকেট অস্ট্রেলিয়া

অর্থনৈতিক সংকটের জেরে গত কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পর রাজাপাকসা পদত্যাগ করলে বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। অ্যাসোসিয়েটেড প্রেস এর প্রতিবেদন অনুযায়ী, ক্ষমতাসীন দলের একজন আইনপ্রণেতা ও তিন জন নিহত হয়েছেন এই সংঘর্ষে।

পরিস্থিতি সামাল দিতে দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। রাজধানী কলম্বোতে সশস্ত্র বাহিনী নিযুক্ত আছে।

অথচ আর তিন সপ্তাহের মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কলম্বোয় পা রাখার কথা। এই সফরে তিনটি টি-টোয়েন্টি, পাঁচ ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে তারা ৭ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত।

বর্তমানে সহিংসতা বিরাজ করা কলম্বোতে ১৬ দিন কাটাবে অস্ট্রেলিয়া। তাই নজর রাখছে তারা রাজধানীতে। এখন পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়ালরা নিশ্চিত যে সফর হবে। নিরাপত্তা প্রধান স্টুয়ার্ট বেইলি গত মাসে সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং এই সফরে নিরাপত্তা ঝুঁকি দেখছেন না বলে তিনি জানান।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top