• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কোভিড পজিটিভ সাকিব, খেলা হচ্ছে না চট্টগ্রাম টেস্ট

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২২, ১৯:০৬

কোভিড পজিটিভ সাকিব, খেলা হচ্ছে না চট্টগ্রাম টেস্ট

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে করোনা পজিটিভ হয়েছেন সাকিব আল হাসান। গণমাধ‌্যমকে এই খবর নিশ্চিত করেছেন বিসিবির সহকারী চিকিৎসক মনজুর হোসেন।

মুঠোফোনে তিনি বলেছেন, ‘সাকিব আল হাসান আজ সকালে দেশে ফিরেছেন। কোভিড প্রটোকল অনুযায়ী দলের সঙ্গে যোগ দেওয়ার আগে তার টেস্ট জরুরি ছিল। আজ সকালে তার কোভিড টেস্ট করানো হয়েছিল। রাতে আমরা রিপোর্ট পেয়েছি। কোভিড টেস্টে তার পজিটিভ এসেছে। বাসায় আইসোলেশনে আছেন।‘

প্রথম টেস্টে সাকিবের খেলার কোনো সুযোগ নেই জানিয়ে মনজুর বলেন, বিসিবির কোভিড প্রটোকল অনুযায়ী কেউ পজিটিভ হলে তাকে পাঁচ দিন আইসোলেটেড থাকতে হবে। সেক্ষেত্রে সাকিবের পরবর্তী টেস্ট হবে আগামী ১৫ তারিখ। আর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট সেদিন থেকেই শুরু।

বিসিবি ই-মেইল বার্তায় জানিয়েছে, দেশে ফিরে ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) প্রটোকল অনুযায়ী সাকিব পিসিআর ও র‌্যাপিড এন্টিজেন টেস্ট করান। দুটো পরীক্ষাতেই তার কোভিড পজিটিভ আসে। 

সাকিবের করোনার উপসর্গ আছে। শারীরিকভাবে একটু অসুস্থ। এজন্য তাকে বাধ্যতামূলক চার দিনের আইসোলেশনে রেখেছে বিসিবি চিকিৎসা বিভাগ। মনজুর হোসেন বলেছেন, ‘সাকিবের কোভিড উপসর্গ আছে। তার আইসোলেশনের প্রক্রিয়া হচ্ছে তিনি বাসায় থাকবেন পাঁচ দিন। ১৪ তারিখ তার আইসোলেশন শেষ হবে। এরপর তিনি চাইলে টিমের সাথে যোগ দিতে পারবেন। মেডিক‌্যাল টিম থেকে কোনো বাধ্যবাধকতা নেই।'

এনএফ৭১/এমএ/২০২২



বিষয়: সাকিব


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top