নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে ব্রেসওয়েল, বাদ গেলেন নিশাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২২, ০০:১৯

নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে ব্রেসওয়েল, বাদ গেলেন নিশাম

নিউ জিল্যান্ডের আসন্ন ২০২২-২৩ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় রাখা হয়েছে অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে। এছাড়া যেখানে ফেরানো হয়েছে এজাজ প্যাটেলকে। ২০ জনের এই তালিকা থেকে বাদ পড়েছেন জেমস নিশাম।

সাবেক দুই ক্রিকেটার জন ও ব্রেন্ডন ব্রেসওয়েলের ভাতিজা গত মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষিক্ত হন। জুনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য গত সপ্তাহে ঘোষিত দলেও জায়গা হয়েছে ব্রেসওয়েলের। বর্ষসেরা সুপার স্ম্যাশ খেলোয়াড়ও হয়েছেন তিনি।

প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘এখন ঘরোয়া মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্স করেছে। আমরা তাকে তিন ফরম্যাটের সবগুলোতে অবশ্যই আন্তর্জাতিক সম্ভাবনা হিসেবে দেখি।’

এপ্রিলে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে খেলে অবসরে গেছেন রস টেলর। প্রত্যাশিতভাবে ২০০৬ সালের পর প্রথমবার চুক্তিতে নেই কিউই ব্যাটিং গ্রেট।

ব্রেসওয়েল ও এজাজ এই চুক্তির তালিকায় নতুন করে নাম লিখেছেন। আর গত ১২ মাসে মাত্র ৮ টি-টোয়েন্টি খেলা নিশাম বাদ পড়েছেন। বিশ্বকাপেও ছিলেন তিনি। এই সময়ৈ সাত ইনিংস খেলে ১৩৫.২৯ স্ট্রাইক রেটে ৯২ রান করেন। উইকেট নেন তিনটি। সবশেষ টেস্ট তিনি খেলেন ২০১৭ সালে।

নিশাম বাদ পড়লেও জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি বললেন স্টিড, ‘সে অবশ্যই হতাশ। এ নিয়ে কোনো সন্দেহ নেই। জিমি নিউ জিল্যান্ডের চুক্তি হারালেও তার সামনে সুযোগ আছে ঘরোয়া চুক্তি করে খেলে যাওয়ার। তাছাড়া বাদ পড়া মানে এটা নয় যে সে আর নিউ জিল্যান্ডের হয়ে খেলতে পারবে না। এটা চুক্তির প্রক্রিয়া, নির্বাচনের নয়।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top