শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২২, ২১:৫৫

চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

করোনাভাইরাস নেগেটিভ হয়ে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের চট্টগ্রাম পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছেন ম্যানেজার নাফিস ইকবাল খান। তবে সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলবেন কি না সেই বিষয়ে নিশ্চয়তা দিতে পারেনি টিম ম্যানেজমেন্ট।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিমান যোগে চট্টগ্রাম যান সাকিব। বিমানবন্দর থেকে সোজা টিমে হোটেলে দলের সঙ্গে যোগ দেন।

দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে গত ৮ মে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। আগামী ১৫ মে হবে সিরিজের প্রথম ম্যাচ, দ্বিতীয় ও শেষটি শুরু হবে আগামী ২৩ মে। এই সিরিজের প্রথম ম্যাচের জন্য গত ৮ মে থেকে চট্টগ্রামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। তবে ছুটিতে থাকায় সাকিবের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ১১ মে।

এজন্য সাকিব দেশে ফেরেন গত ১০ মে। প্রোটোকল অনুযায়ী দলের সঙ্গে যোগ দেওয়ার আগে তার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় ফল পজিটিভ আসে এই বাঁহাতি অলরাউন্ডারের। এতে চট্টগ্রাম টেস্টে তার খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে যায়। কিন্তু গতকাল অর্থাৎ ১২ মে পরবর্তীতে আবার পরীক্ষা করা হলে সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top