অধিনায়ক’ মুমিনুলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসবে বিসিবি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২২, ০২:৩৫

অধিনায়ক’ মুমিনুলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসবে বিসিবি

ব্যাট হাতে ফর্মে নেই বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। একই দশা টেস্ট দলেরও। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর কাঙ্ক্ষিত সাফল্য মিলছে না বাংলাদেশের। দলের এমন অবস্থায় সবচেয়ে বেশি সমালোচনার শিকার হচ্ছেন মুমিনুলই।

ব্যাট হাতে সর্বশেষ ১৫ ইনিংসে এই ব্যাটারের রান মাত্র ১৭৬। এরমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে আছে ৮৮ রানের ইনিংস। সেই ইনিংস বাদ দিলে চরম বাজে সময় পার করছেন মুমিনুল। এরমধ্যে তিনটা শূন্য দেখেছেন তিনি। কেবল সাম্প্রতিক সময় নয়, অধিনায়ক হওয়ার পর থেকেই ব্যাট হাতে মুমিনুলের ফর্ম পড়তির দিকে।

অধিনায়ক বিহীন ছয় বছরের ক্যারিয়ারে ৩৬ টেস্ট খেলে ৮টি শতক ও ১৩ ফিফটিতে ২৬১৩ রান করেছিলেন মুমিনুল। যেখানে তার গড় ছিল ৪১ এর বেশি। তবে অধিনায়ক হওয়ার পর সেই গড় নেমে দাঁড়িয়েছে মাত্র ৩১ এ। ফলে প্রশ্ন উঠছে অধিনায়কত্বের চাপই কী মুমিনুলের সেরা পাওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায়। সবাই তাই মনে করছে। মুমিনুলের গুরু নাজমুল আবেদীন ফাহিমও তাই মনে করছেন।

ফলে ‘অধিনায়ক’ মুমিনুলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। তবে এই সিদ্ধান্ত বিসিবি নিজেরাই নিতে চাইছে না। মুমিনুলের সঙ্গে আলোচনা শেষে একটা সিদ্ধান্তে আসতে চাইছে বিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই হয়তো জানা যাবে ‘অধিনায়ক’ মুমিনুলের ভবিষ্যৎ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top