শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশের কোচ হয়ে ফিরছেন স্টুয়ার্ট ল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২২, ০৪:৪৮

বাংলাদেশের কোচ হয়ে ফিরছেন স্টুয়ার্ট ল

আবারও বাংলাদেশে ফেরানো হচ্ছে জাতীয় দলের সাবেক হেড কোচ স্টুয়ার্ট ল’কে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ৫২ বছর বয়সী এ অস্ট্রেলিয়ান কোচ।

প্রায় চার বছর বাংলাদেশের যুবাদের হেড কোচ হিসেবে দায়িত্ব পালনের পর চাকরি ছেড়েছেন শ্রীলঙ্কান কোচ নাভিদ নাওয়াজ। তার রেখে যাওয়া শূন্যস্থান পূরণেই ল’কে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকবাজে এ খবর জানিয়েছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। আসন্ন ঈদুল আযহার পর দায়িত্ব নেবেন ল।

খালেদ মাহমুদ বলেছেন, ‘আমরা স্টুয়ার্ট ল’কে আমাদের অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব দিচ্ছি। তার সঙ্গে দুই বছরের চুক্তি করছি আমরা।’

২০১১-১২ মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন স্টুয়ার্ট ল। ২০১২ সালের এশিয়া কাপে তার অধীনেই প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল বাংলাদেশ।

সবশেষ আফগানিস্তান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ল।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top