লর্ডসে শেন ওয়ার্নকে ওয়ার্নকে শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২২, ১০:৫৯

লর্ডসে শেন ওয়ার্নকে ওয়ার্নকে শ্রদ্ধা

শেন ওয়ার্ন মৃত্যুবরণ করেছেন প্রায় চার মাস হয়ে গেছে; কিন্তু এখনও ক্রিকেট মাঠে তার অশরীরী উপস্থিতি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ইংল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিন শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানালেন দু’দলের ক্রিকেটাররা। মাঠে উপস্থিত দর্শকরাও স্মরণ করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই ক্রিকেটারকে।

লর্ডস টেস্টের প্রথম দিন ২৩ ওভার খেলা হওয়ার পরে দেখা যায় মাঠের মধ্যেই এক সারিতে দাঁড়িয়ে পড়েছেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

মাঠের জায়ান্ট স্ক্রিনে এ সময় ফুটে ওঠে ওয়ার্নের ছবি। ২৩ সেকেন্ড ধরে সবাই হাততালি দিয়ে ওয়ার্নকে শ্রদ্ধা জানান; কিন্তু কেন ২৩ ওভার পরে শ্রদ্ধা জানানো হল? কেনই বা ২৩ সেকেন্ড ধরে সবাই হাততালি দিলেন?

কারণ, ওয়ার্নের জার্সি নম্বর ছিল ২৩। অস্ট্রেলিয়া জাতীয় দল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট ভিক্টোরিয়া, বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্স, কাউন্টিতে হ্যাম্পশায়ার, এমনকি আইপিএলে রাজস্থান রয়্যালসেও ওয়ার্ন ২৩ নম্বর জার্সি পরে খেলেছেন। এ কারণেই ২৩তম ওভারে ২৩ সেকেন্ড ধরে তাকে এভাবে শ্রদ্ধা জানানো হয়।

লর্ডসে মাত্র চারটি টেস্ট খেলেছেন ওয়ার্ন। নিয়েছেন ১৯ উইকেট। এ মাঠে কোনোদিন টেস্ট হারেননি তিনি। তিনটি টেস্ট জিতেছেন। একটি ড্র হয়েছে। ওয়ার্নের মৃত্যুর পরে তাকে শ্রদ্ধা জানাতে লর্ডসের কমেন্ট্রি বক্সের নাম রাখা হয়েছে তার নামে। এবার সেখানে টেস্ট ম্যাচেও ফিরল ওয়ার্নের স্মৃতি।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top