লাল বলে ফিরেই মোস্তাফিজের ম্যাজিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ জুন ২০২২, ২২:৪৬

লাল বলে ফিরেই মোস্তাফিজের ম্যাজিক

রানটা একটু বেশি দিয়েছেন। নয়তো ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মোস্তাফিজুর রহমানের বোলিং ছিল নজরকাড়া। ৬ ওভারে ১ মেডেনে ৩৪ রানে ৩ উইকেট পেয়েছেন বাঁহাতি পেসার।

তার এই বোলিং নিশ্চিতভাবেই বিশেষ কিছু। কারণ লাল বলে মোস্তাফিজ ২২ গজে হাত ঘুরিয়েছেন ১৬ মাস পর। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন। এরপর সাদা পোশাক থেকে ‘অনির্দিষ্টকালীন ছুটি’ নিয়েছিলেন।

ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে প্রথমবার টেস্ট খেলতে গিয়েছেন। দেশে বা বাইরে যেখানেই খেলেছেন মোস্তাফিজ খেলেছেন কুকাবুরা বা এসজি বলে। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট হয় ডিউক বলে। গতকাল প্রথম সেই ডিউক বলে ক্লাস করেছেন মোস্তাফিজ। বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে এক সেশন কাটিয়েছেন। রোববার মাঠে নেমে যান দ্রুতগতির এই বোলার।

৬ ওভারের ছোট্ট স্পেলটি ছিল ম্যাজিকাল। প্রথম বলেই সাফল্য। প্রথম ওভারেই জোড়া উইকেট। সেঞ্চুরির অপেক্ষায় থাকা বাঁহাতি ব্যাটসম্যান সোলোজানোকে এলবিডব্লিউ করেন ৯২ রানে। এক বল পর তার শিকার লুইস। নিজের করা পঞ্চম ওভারে স্বাগতিক দলের অধিনায়ক চারিয়াহকে (৫৬) সাজঘরের পথ দেখান মোস্তাফিজ।

তার দ্যুতি ছড়ানো বোলিংয়ের পর ওয়েস্ট ইন্ডিজের দলটি ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৩৫৯ রান নিয়ে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩১০ রানে ইনিংস ঘোষণা করেছিল।

তবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুটা বাজে হয়েছে। দলীয় ৮ রানে সাজঘরে ফিরেছেন ওপেনিংয়ে নামা মুমিনুল হক। রান আউটে ৪ রানে থেমেছে তার ইনিংস। উইকেটে ব্যাটিং করছেন জয় ও মিরাজ। প্রথম ইনিংসে ১৬২ রানে অপরাজিত থাকা তামিম ব্যাটিংয়ে নামেননি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top