জোড়া সেঞ্চুরি করেও ৫৩৯ রানে থেমে গেলো ইংল্যান্ড ইনিংস
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২২, ১০:১৪
জো রুটের ব্যাটে টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ডকে ভালোই জবাব দিচ্ছিল ইংল্যান্ড। তবে, শেষ পর্যন্ত লিড নিতে পারেনি। বরং, কিউইদের চেয়ে ১৪ রান দুরে থাকতে অলআউট হয়ে যায় ইংলিশরা। কিউইদের ৫৫৩ রানের জবাবে ইংল্যান্ড অলআউট হয়েছে ৫৩৯ রানে।
ট্রেন্টব্রিজ টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে ড্যারিল মিচেল এবং টম ব্লান্ডেলের জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ৫৫৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ১৯০ রান করেন ড্যারিল মিচেল এবং ১০৬ রান করেন টম ব্লান্ডেল।
জবাব দিতে নেমে জোড়া সেঞ্চুরি করে ইংল্যান্ডের ব্যাটাররাও। ওলি পোপ আগেরদিন আউট হন ১৪৫ রান করে। তৃতীয় দিন জো রুট অপরাজিত ছিলেন ১৬৩ রানে। ২৪ রানে তার সঙ্গী ছিলেন বেন ফোকস।
চতুর্থদিন ব্যাট করতে নেমে নিজের ইনিংসটাকে আর বেশিদুর টেনে নিতে পারেননি। ১৭৬ রানে আউট হয়ে যান জো রুট। ২১১ বলে খেলা ইনিংসটি সাজানো ছিল ২৬টি বাউন্ডারি এবং একটি ছক্কায়।
অধিনায়ক বেন স্টোকস ৩৩ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। বেন ফোকস ১০৪ বলে খেলেন ৫৬ রানের ইনিংস। শেষের দিকের ব্যাটাররা খুব বেশিক্ষণ টিকতে না পারায় দ্রুত অলআউট হয়ে যায় ইংলিশরা। ৯ রান করেন স্টুয়ার্ট ব্রড, ৩ রান করেন ম্যাথিউ পটস।
নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট নেন ৫ উইকেট। ৩টি নেন মিচেল ব্রেসওয়েল। ম্যাট হেনরি নেন ১ উইকেট।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।