একের পর এক দুঃসংবাদ পাচ্ছে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ জুন ২০২২, ০৭:১২
ইংল্যান্ড সফরে শুধু রুট-স্টোকসরাই নয়, চোটের চোখ রাঙানিও কিউইদের ভোগাচ্ছে বেশ। লর্ডস টেস্টের পড় করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি অধিনায়ক কেইন উইলিয়ামসন। ট্রেন্টব্রিজ টেস্টের পর চোটে পড়ে দলছাড়া হয়েছেন পেসার কাইল জেমিসন। এবার করোনায় আক্রান্ত হয়েছেন ব্যাটসম্যান ডেভন কনওয়ে।
করোনায় আক্রান্ত হওয়ায় পাঁচ দিনের জন্য কনওয়েকে আইসোলেশনে থাকতে হোবে বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তার বদলি হিসেবে নতুন কাউকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করবে না বলেও জানিয়েছে কিউই বোর্ড।
কনওয়ে ছাড়াও অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল, ফিজিও বিজয় বল্লভ এবং কন্ডিশনিং কোচ ক্রিস ডোনাল্ডসনও করোনায় আক্রান্ত হয়ে এখন আইসোলেশনে রয়েছেন। যেহেতু হেডিংলিতে সিরিজের শেষ টেস্ট শুরু হতে এখনো প্রায় সপ্তাহখানেক বাকি, তাই সেই টেস্টের আগে তারা সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা নিউজিল্যান্ড ক্রিকেটের।
লর্ডস এবং ট্রেন্টব্রিজে সিরিজের প্রথম দুই টেস্টেই সমান পাঁচ উইকেটের ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। ধবলধোলাই এড়াতে ২৩ জুন সিরিজের শেষ টেস্টে হেডিংলিতে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে কিউইরা।
বিষয়: নিউজিল্যান্ড ডেভন কনওয়ে
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।