৫০০ রানের চেষ্টা চালিয়ে যাবো আমরা : বাটলার
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ জুন ২০২২, ০৪:৩৮
৫০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ৪৯৮ রানে। শেষ দুই বলে প্রয়োজন ছিল ১২ রান। অল্পের জন্য প্রথম বলটি হয় চার। শেষ বলে ছক্কা মেরে আক্ষেপ আরও বাড়ান লিয়াম লিভিংস্টোন। কেননা মাত্র ২ রানের জন্য প্রথম দল হিসেবে ৫০০ রান করা হয়নি ইংলিশদের।
তবে ৫০০ রান না হলেও ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ঠিকই গড়েছে ইংল্যান্ড। ফিল সল্ট, ডেভিড মালান ও জস বাটলারের ঝড়ো সেঞ্চুরিতে এ কীর্তির জন্ম দিয়েছে তারা। অবশ্য নিজেদের রেকর্ডই ভেঙেছে ইংলিশরা। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান করেছিল তারা।
এছাড়া ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৪৪৪ রানের রেকর্ডও ইংল্যান্ডের দখলে। যা তারা করেছিল ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাহলে কি প্রথম দল হিসেবে ৫০০ রানের মাইলফলকটাও ইংল্যান্ডই স্পর্শ করবে?
এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি জস বাটলার। ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে ৭০ বলে ১৬২ রানের ইনিংস খেলার পর ম্যাচ শেষে বাটলার জানিয়েছেন, ৫০০ রান করার জন্য নিয়মিতই চেষ্টা চালিয়ে যাবেন তারা। সেক্ষেত্রে ছোট মাঠ ও ব্যাটিং উইকেট থাকলে কাজ সহজ হবে বলে মনে করেন তিনি।
বাটলার বলেছেন, ‘এর আগেও আমরা (৫০০ রানের) কাছাকাছি ছিলাম। এক্ষেত্রে দলের জন্য বার্তা থাকে সবসময় নিজেদের সীমা ছাড়িয়ে যাওয়ার এবং দলকে এগিয়ে নেওয়ার।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের পক্ষে দলীয় ৫০০ রান করা কি সময়ের ব্যাপার? আমি সত্যিই জানি না। আমরা এটি করার চেষ্টা চালিয়ে যাবো। এটি ছোঁয়া খুবই কঠিন কাজ। ছোট মাঠ ও পুরোপুরি ব্যাটিংবান্ধব উইকেট পেলে এটি হতেও পারে।’
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: ইংল্যান্ড ক্রিকেট বিশ্বরেকর্ড
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।