নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ জুন ২০২২, ১০:৩৯

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
বেন স্টোকসের নেতৃত্বে নিউজিল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করলো স্বাগতিকরা। লিডস টেস্টে ৭ উইকেটে জিতেছে তারা। ২০১৮ সালের নভেম্বরের পর প্রথমবার তিন বা তার বেশি টেস্টের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড।
রুটের নেতৃত্বে ১৭ টেস্টে মাত্র একটি জয় ও ১১ হারে বিপর্যস্ত ইংল্যান্ড নিউজিল্যান্ড সিরিজের আগে পরিবর্তন আনে। কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক নির্বাচন করে স্টোকসকে। পাল্টে গেলো ইংল্যান্ডের ভাগ্যও।
২৯৬ রানের লক্ষ্য পায় ইংল্যান্ড। ১১৩ রান দূরে থাকতে পঞ্চম দিন মাঠে নামে তারা। ওলি পোপ ৮১ ও জো রুট ৫৫ রানে অপরাজিত ছিলেন। দিনের প্রথম ওভারেই পোপ আর ১ রান যোগ করে টিম সাউদির কাছে বোল্ড হন।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।