টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ড বুমরাহ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জুলাই ২০২২, ০৬:২১
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের কাছে হজম করেছিলেন ছয় ছক্কা। এবার এজবাস্টন টেস্টে ছয় ছক্কা হজম না করলেও লজ্জার এক বিশ্বরেকর্ড গড়ে বসেছেন তিনি। এক ওভারে হজম করেছেন ৩৫ রান, যার ২৯ এসেছে ভারতীয় অধিনায়ক যশপ্রীত বুমরাহর ব্যাট থেকে। তাতে ইতিহাসের পাতায় উঠে গেছেন ভারতীয় এই ব্যাটসম্যানও।
শনিবার (২ জুলাই) ভারতীয় ইনিংসের ৮৪তম ওভারে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস বল তুলে দিয়েছিলেন ব্রডের হাতে। সেই ওভার করতে এসে ব্রড হজম করেন ৪ টি চার আর ২ টি ছক্কা। প্রথম বলেই চার হাঁকান বুমরাহ। এরপরের বলটা হলো ওয়াইড, বল পেরিয়ে গেল সীমানাদড়ি, ভারত পেল ৫ রান।
এর পরের বলটা ওভার স্টেপের কারণে হলো নো বল, বুমরাহ ছক্কা আদায় করলেন তা থেকে। একটি বৈধ বল করেই ব্রড দিয়ে বসেন ১৬ রান, বিশ্বরেকর্ডের সম্ভাবনা মাথাচাড়া দিয়ে উঠেছিল তখনই।
পরের তিনটি বৈধ বল থেকে বুমরাহ হাঁকালেন ছক্কা। দুই বল হাতে রেখেই টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান তোলার বিশ্বরেকর্ড গড়া হয়ে যায় তাতে। পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে বসেন বুমরাহ। পরের বলে এক রানসহ রেকর্ডটা গিয়ে ঠেকে ৩৫ রানে।
এর আগে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ডটা ছিল যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার জর্জ বেইলি আর দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের দখলে। ২০০৩-০৪ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি চার আর দুইটি ছক্কায় এই রেকর্ড গড়েছিলেন লারা।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।