‘সাকিব কি করবে সিদ্ধান্ত সাকিবকেই নিতে হবে’
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২২, ০৬:২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যেন থমথমে অবস্থা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার বক্তব্যে বারবার বলে এসেছেন, ‘সাকিবের মতো খেলোয়াড় এ মুহূর্তে দলে নেই, এটা আমরা স্বীকার করি।’ একই কথা বৃহস্পতিবারও (১১ আগস্ট) বলেছেন তিনি। তবে এবার যেন ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালে’র প্রবাদে বিশ্বাসী ক্রিকেট বোর্ড। বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল না করলে এই অলরাউন্ডারের সঙ্গেই সম্পর্ক না রাখার সিদ্ধান্ত বিসিবির।
সাকিব ইস্যুতে বৃহস্পতিবার ধানমন্ডির বেক্সিমকো অফিসে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন বিসিবির কয়েকজন ঊর্ধ্বতন কর্তা। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে পাপন সাফ জানিয়েছেন, সাকিব দেশের জন্য খেলবে নাকি বেটিংয়ে থাকবে এটা তার সিদ্ধান্ত, তাকেই নিতে হবে।
সাকিবের কোর্টে বল ঠেলে পাপন বলেছেন, ‘যার সাথে ব্যাটিংয়ের কোনো সম্পর্ক আছে, তার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো সম্পর্ক থাকবে না। প্রশ্নই ওঠে না। যতক্ষণ পর্যন্ত ওর জবাব না পাব আর তাতে সন্তুষ্ট না হবো, ততক্ষণ পর্যন্ত ওকে দলে নেওয়ার কোনো সুযোগ নেই।’
যোগ করেন পাপন, ‘আপনারা বলতে পারেন এটা তো নিউজ পোর্টাল। কিন্তু বেট উইনার তো জুয়ার অংশ। আমরা বলেছি সম্পর্কই থাকতে পারবে না। সাকিব দেশের জন্য খেলবে নাকি বেটিংয়ে থাকবে এটা তার সিদ্ধান্ত। এখানে বোঝানোর কিছু নেই।’
তবে বিসিবি সভাপতি যেমন জানিয়েছেন, বাংলাদেশে ক্রিকেটে অন্যদের বিকল্প তৈরি হলেও সাকিবের বিকল্প নেই। তবে তার ক্ষেত্রে আগের মতো এবারও কি কিছুটা নমনীয় হবে বোর্ড? আবার কি বোঝানো হবে তাকে?
সাকিবকে আগামীকাল শুক্রবার দুপুরের মধ্যে বিষয়টি পরিস্কার করতে হবে জানিয়ে পাপনের জবাব, ‘কনভিন্স করার সুযোগই নেই। এটা নিয়ে আমি কোনো আলোচনাতেই যেতে রাজি না। ওরা বেটিং সাইটের সারোগেট, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ওরা মূলত একটা বেটিং কোম্পানি যারা জুয়া, ক্যাসিনো, বেটিং এগুলো নিয়ে জড়িত। স্পষ্টভাবে বিসিবি জানিয়ে দেয়, কীসের কীসের সাথে সম্পর্ক থাকতে পারবে না।’
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।