পাওয়ার হিটার তৈরিতে যাকে দায়িত্ব দিলেন পাপন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২২, ০৪:৩৬
এমন একটি ফরম্যাটে হতে যাচ্ছে এশিয়া কাপ, যেখানে বাংলাদেশ দলের পারফরম্যান্স নড়বড়ে। টি-টোয়েন্টিতে এখনবই নিজেদের প্রমাণ দিতে পারছেন না টাইগাররা। এর অন্যতম কারণ বাংলাদেশ দলে তেমন কোনো পাওয়ার হিটার নেই। অথচ টি-টোয়েন্টি পাওয়ার হিটের খেলা। এখানে উইকেটে থিতু হওয়ার পর রানে যাওয়া বা ডট বল খেলার সুযোগ কম।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলে পাওয়ার হিটারের সংকটটা বেশ বেশ গাঢ়ভাবেই টের পাওয়া গেছে। আর টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এশিয়া কাপের আগে সেই দিকটায় নজর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বর্তমান ব্যাটিং কোচ জেমি সিডন্সকে দায়িত্ব দিয়েছেন মুশফিক-রিয়াদদের পাওয়ার হিটার হিসেবে তৈরি করার। বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন পাপন।
বিসিবি বস বলেন, ‘এখানে পাওয়ার হিটিংয়ের কোনো বিকল্প নাই। ১৩০-১৪০ করে হয়তো একটা জিতে যাবো একদিন, কিন্তু এটা আমাদের হতে পারে না। আমাদের ১৮০-৯০, ২০০ করতে হবে। এটা মাথায় রেখেই আমাদের খেলতে হবে। আমাদের যে প্ল্যান এখন চলছে এমন কোনো লক্ষণ দেখছি না। খেলার মধ্যেও দেখি না। সেজন্য কী করা যায় এটা নিয়ে আলাপ করছিলাম। তখন জেমি এসে বলল ও নাকি এটাতে খুব আগ্রহী।’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।