আজ ঢাকায় আসছেন শ্রীরাম
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২২, ২১:৪৩
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন ‘টেকনিক্যাল কনসালট্যান্ট’ বা ‘পরামর্শক’ হয়ে রোববার (২১ আগস্ট) ঢাকায় পা রাখবেন শ্রীধরন শ্রীরাম। দুপুরে তার ঢাকায় আসার কথা রয়েছে। তার অধীনেই বাংলাদেশ টি-টোয়েন্টি এশিয়া কাপ খেলবে।
যদিও আপাতত বলা হচ্ছে টেকনিক্যাল কলসালসেন্ট, তবে ভারতীয় এই কোচের সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে বিসিবির। তাই তাকে এশিয়া কাপের পরপরই টি-টোয়েন্টি হেড কোচ ঘোষণা করা হতে পারে, গুঞ্জন এমনটাই।
এশিয়া কাপের আগেই বাংলাদেশ দলের কোচিং স্টাফে অদলবদল আসছে, এমন গুঞ্জন গেল কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। জানা যায়, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গোর জায়গায় নতুন কারও হাতে উঠতে চলেছে হেড কোচিংয়ের দায়িত্ব। আভাস মিলছিল, বর্তমান ব্যাটিং কোচ জেমি সিডন্সকে হয়তো টি-টোয়েন্টি দলের হেড কোচের দায়িত্ব দেয়া হতে পারে। এরপর শোনা যায়, সিডন্স নন, ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে দায়িত্ব দেয়া হতে পারে।
বিষয়: শ্রীরাম শ্রীধরন শ্রীরাম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।