আফগানিস্তানের টার্গেট ১০৬ রান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২২, ১০:২০

আফগানিস্তানের টার্গেট ১০৬ রান

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বোলিং তোপের মুখে পড়ে ১৯.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ জিততে ১০৬ রান করতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। তারসিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলারার। প্রথম ওভারেই ফজল হক ফারুকি কুশাল মেন্ডিস (২) ও চারিথ আসালঙ্কাকে (০) ফেরান। দ্বিতীয় ওভারের শেষ বলে পাথুম নিশানকাকে (৩) ফেরান ফেরান নাভিন-উল-হক।

৫ রানেই ৩ উইকেট হারানো শ্রীলঙ্কাকে এরপর কিছুটা পথ এগিয়ে নেন দানুশকা গুনাথিলাকা ও ভানুকা রাজাপাকসে। তারা দুজন চতুর্থ উইকেটে ৪৪ রান তোলেন।

দলীয় ৪৯ রানের মাথায় গুনাথিলাকাকে (১৭) ফিরিয়ে এই জুটি ভাঙেন মুজিব উর রহমান। ৬০ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় লঙ্কানরা। এ সময় মুজিবের দ্বিতীয় শিকারে পরিণত হন আইপিএল মাতানো স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা (২)।

দলীয় ৬৪ রানের মাথায় শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাকে শূন্যরানে ফেরান অধিনায়ক নবী। আর ৬৯ রানে ভানুকা রাজাপাকসে (৩৮) ও মাহিশ থিকসানা (০) রান আউটে কাটা পড়লে ৬৯ রানেই ৮ উইকেট পড়ে যায় লঙ্কানদের।

৭৫ রানের মাথায় নবম উইকেট হারায় শ্রীলঙ্কা। মোহাম্মদ নবীর বলে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে আউট হন মাথিশা পাথিরানা (৫)।

সেখান থেকে দলকে ১০৫ রান পর্যন্ত টেনে নেন চামিকা করুণারত্নে ও দিলশান মাদুশঙ্ক। চামিকা ৩৮ বল খেলে ৩ চার ও ১ ছক্কায় ৩১ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। তাকে সঙ্গ দেওয়া দিলশান ২ বল খেলে ১ রানে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকশে ৩৮, চামিকা ৩১ ও গুণাথিলাকা ১৭ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।

বল হাতে আফগানিস্তানের ফজল হক ফারুকি ৩.৪ ওভারে ১ মেডেনসহ ১১ রান নিয়ে ৩টি উেইকেট নেন। মুজিব উর রহমান ২৪ রানে ২টি ও মোহাম্মদ নবী ৪ ওভারে ১৪ রান দিয়ে ২টি উইকেট নেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top