৩ লাখ ৮০ হাজার ডলারে মেলবোর্ন স্টার্সে বোল্ট
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২২, ০৬:১৪
বিগ ব্যাশ লিগের আন্তর্জাতিক ড্রাফট থেকে তৃতীয় খেলোয়াড় হিসেবে ট্রেন্ট বোল্টকে বাছাই করেছে মেলবোর্ন স্টার্স।
এই মাসের শুরুতে নিউ জিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে মুক্তি মেলায় প্রথমবার শীর্ষ অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলতে যাচ্ছেন বোল্ট।
প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা ১২ জন খেলোয়াড়দের মধ্যে থেকে প্রথম রাউন্ডেই বাঁহাতি পেসারকে অন্তর্ভুক্ত করে মেলবোর্নের দল। নিউ জিল্যান্ড ডলার ৩ লাখ ৮০ হাজারে তার সঙ্গে চুক্তি করেছে দলটি, বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ২২ লাখ টাকা।
বিবিএলের আসন্ন মৌসুমের প্রথম ভাগে কেবল দেখা যাবে বোল্টকে। কারণ তিনি জানুয়ারির শুরুতে আমিরাতের নতুন আইএলটি২০ খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন এমআই এমিরেটসের হয়ে।
ড্রাফটের প্রথম বাছাই ছিলেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন তিনি। লেগ স্পিনার রশিদ খানকে ধরে রেখেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।