আর অটো চয়েজ থাকছেন না মোস্তাফিজ: সুজন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৫

আর অটো চয়েজ থাকছেন না মোস্তাফিজ: সুজন

টি-টোয়েন্টিতে বাহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে অটো চয়েজ ভাবার সময় শেষ হয়েছে বলে মনে করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বুধবার (৩১ আগস্ট) সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

সুজন বলেন, ‘মুস্তাফিজ কি এখনও দেশসেরা পেসার? তাকে যে অটো চয়েজ ধরা হয়, সেই প্রথা কি ভাঙার সময় এসেছে? হয়তোবা। আমি জানি না। ভালো প্রশ্ন। আমরাও এটা নিয়ে একটু উদ্বিগ্ন। আমরাও যে জানি না তা না। প্রশ্নটা একদম নতুন না আমাদের কাছে। আমরা যে এটা নিয়ে ভাবছি না তা না। তবে আমি বিশ্বাস করি, সে এখনও সেরাদের একজন। ওর যে বৈচিত্র‍্য আছে বোলিংয়ে, সেটা হয়তো আমাদের অনেক পেসারের নেই। হয়তো ওই বৈচিত্র‍্য কাজে লাগছে না বা ও বাস্তবায়ন করতে পারছে না।

তবে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অন্য বোলারদের চেয়ে মোস্তাফিজকেই এগিয়ে রাখছেন সুজন, ‘এটা খুব উদ্বেগজনক যে, গত ১৫-১৬ ম‍্যাচে মুস্তাফিজ সেভাবে উইকেট পাচ্ছে না, ইকোনমি রেটও ভালো না। তবে অটো চয়েজ বলে কিছু নেই। তারপরও এই ফরম‍্যাটে আমরা সব সময় ওকে এগিয়ে রাখি, ওর অভিজ্ঞতা, আইপিএলে খেলে, সব কিছূ মিলিয়ে এই সংস্করণে আমাদের ফাস্ট বোলারদের মধ‍্যে সবচেয়ে বেশি ম‍্যাচ খেলেছে মুস্তাফিজই। ওই হিসেবে মুস্তাফিজকে এগিয়ে রাখা হয়।’

মোস্তাফিজের সময় ভালো যাচ্ছে না। তবে সুজন বিশ্বাস করেন ফিজ এখান থেকে বেরিয়ে আসবে, ‘মুস্তাফিজ ভালো করেনি তা না, তবে গত ২ বছর সে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছে না, এটা আমাদের সবার জন্য উদ্বেগের ব‍্যাপার। তবে আমি বিশ্বাস করি, ফর্ম ইজ টেম্পরারি, ক্লাস ইজ পারমানেন্ট। আমি এখনও বিশ্বাস করি, মুস্তাফিজ এখান থেকে বের হয়ে আসবে, দলকে আবার ম‍্যাচ জেতাবে। এই বিশ্বাসটা আমাদের সবারই আছে।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top