আফগানদের অসভ্য বললেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩০

আফগানদের অসভ্য বললেন শোয়েব আখতার

বরাবরই ঠোটকাটা হিসেবে পরিচিত শোয়েব আখতার। এশিয়া কাপে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের পরও কোনো রাখঢাক না করে আফগানিস্তান দলের কড়া সমালোচনা করলেন সাব্কে এই স্পিডস্টার। জানিয়ে রাখলেন, খারাপ ব্যবহার এবং অসভ্যতা করার কারণেই হারতে হয়েছে আফগানিস্তান ক্রিকেট দলকে। আল্লাহ তাদের শাস্তি দিয়েছেন।

বুধবার পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার ম্যাচের বিশ্লেষণ করতে বসেন। সেখানেই আফগান ক্রিকেটারদের তীব্র ভাষায় আক্রমণ করেন।

আফগানিস্তান দলের উদ্দেশে এর পর শোয়েব বলেন, আসিফ আলি আউট হওয়ার পরে যা করা হল, সেটা কী ধরনের আচরণ! ওকে ধাক্কা মারা হল, গালিগালাজ করা হল।’ ‘তোমরা ক্রিকেট খেলতে এসেছ, সেটা খেলো। তার জন্য আবেগ থাকা ভাল। কিন্তু অসভ্যতা ভাল নয়। এই জন্যই ঈশ্বর তোমাদের সাজা দিয়েছে। এই জন্যই একজন পাঠান ছক্কা মেরে তোমাদের হারিয়ে দিল। তোমাদের কাঁদতে হল।’

শোয়েব এক হাত নেন আফগান সমর্থকদেরও। তাদের বিরুদ্ধে অভিযোগ, ম্যাচের পর তারা গ্যালারিতে পাকিস্তানী সমর্থকদের মেরেছেন। সেই ঘটনার ভিডিয়ো টুইট করে শোয়েব লেখেন, ‘এই তো আফগান সমর্থকদের অবস্থা। দেখুন, এরা কী করছে। আগেও ওরা বহুবার এ রকম করেছে। খেলাটাকে খেলার মতো করে দেখা উচিত। শাফিক স্টানিকজাই (আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মাকবেক কর্তা), আপনি দেখুন, আপনার ক্রিকেটার আর সমর্থকরা কী কাণ্ড করছে। খেলায় উন্নতি করতে চাইলে সবার আগে এদের সহবত শেখান।’’




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top