১০২১ দিনের খরা কাটিয়ে বিরাটের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৩

১০২১ দিনের খরা কাটিয়ে বিরাটের সেঞ্চুরি

২ বছর ৯ মাস ১৭ দিন, অর্থাৎ ১ হাজার ২১ দিনের মাথায় বিরাট কোহলি ফিরলেন তার আপন রাজ্যে। ২০১৯ সালের ২২ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে শতক হাকানোর পর আর তিন অঙ্কের রানের দেখা পাননি কোনো ফরম্যাটে।

চলতি এশিয়া কাপের শুরু থেকেই রানে ফেরার চেষ্টায় থেকেছেন এই ডানহাতি ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে ৩৫ রান, হংকংয়ের নিপক্ষে ৫৯ রানে অপরাজিত থাকার পর সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে খেলেন ৬০ রানের ইনিংস।

শ্রীলঙ্কার বিপক্ষে রানের খাতা না খুলতে পারলেও আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন দুর্দান্ত একটা শতকের ইনিংস। ৬১ বলে ১২টি চার ও ছয়টি ছক্কায় তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। শেষ পর্যন্ত বিরাটের ব্যাটে ভর করে ভারত পেয়েছে ২ উইকেটে ২১২ রানের পাহাড়সম সংগ্রহ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top