এশিয়া কাপ-২০২২
এশিয়া কাপ ফাইনাল আজ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ০২:১৩
এশিয়া কাপের ফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত ৮টায়। স্বপ্নের ট্রফি জিতবে কারা? পাঁচ বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা নাকি তৃতীয়বার ট্রফি জয়ের আনন্দ নিয়ে ফিরবে পাকিস্তান।
কাগজে-কলমে এশিয়া কাপের ১৫তম আসরের আয়োজক শ্রীলঙ্কা। রাজনৈতিক, অর্থনৈতিক সংকটের কারণে কলম্বো থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে টুর্নামেন্ট। মরুর বুকেও ‘স্বাগতিকদের’ মর্যাদা যেন মাঠের ক্রিকেটে ধরে রেখেছে শ্রীলঙ্কা দল। আসরের সবচেয়ে ধারাবাহিক দল তারা।
প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হওয়ার পর টানা চার ম্যাচ জিতে দাসুন শানাকার দল এখন ফাইনালের মঞ্চে। স্বাগতিক হিসেবে ফাইনালটা যদি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলতে পারত শ্রীলঙ্কা দল, হয়তো এর চেয়ে সুন্দর আর কিছু হতো না। তবে দেশবাসীকে ট্রফির আনন্দে ভাসাতে চায় শ্রীলঙ্কা দল।
পরিসংখ্যান অবশ্য পাকিস্তানের পক্ষেই কথা বলছে। টি-২০ তে দুই দলের ২২ ম্যাচে পাকিস্তানের জয় ১৩টি, শ্রীলঙ্কার ৯টি। তবে এশিয়া কাপে স্কোরলাইনটা ১-১। সব ফরম্যাট মিলে এই টুর্নামেন্টে দুই দল ১৬ ম্যাচ খেলেছে। যার মধ্যে ১১ ম্যাচ জিতে এগিয়ে শ্রীলঙ্কা, পাকিস্তানের জয় ৫টি।
বিষয়: এশিয়া কাপ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।