সংবিধান বদলে ক্ষমতার মেয়াদ বাড়ালেন সৌরভ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৪

সংবিধান বদলে ক্ষমতার মেয়াদ বাড়ালেন সৌরভ

দ্যা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সংক্ষেপে যা বিসিসিআই নামে সবচেয়ে বেশি পরিচিত। এই বিসিসিআইয়ের সংবিধান অনুযায়ী বোর্ডের কোনো কর্তাব্যক্তি টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকতে হলে তিন বছরের বিরতি নিতে হবে। যা কুলিং অফ পিরিয়ড নামে বিসিসিআইতে সর্বাধিক পরিচিত।

সে সংবিধান অনুযায়ী চলতি বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়ে বিশ্রামে যেতে হতো সৌরভ গাঙ্গুলিকে। তার সঙ্গে বিশ্রামে যেতে হতো সাধারণ সম্পাদক জয় শাহকেও। তবে এই নিয়ম বদলের জন্য সুপ্রীম কোর্ট বরাবর আবেদন করেছিল বিসিসিআই। অবশেষে সুপ্রীম কোর্টের নির্দেশে বদলে গেল পুরানো সংবিধান।

আর এতেই ভাগ্য খুলে গেল সৌরভ ও জয় শাহের। চলতি বছর পূর্ণ মেয়াদ শেষে কুলিং অফ পিরিয়ডের জন্য বিশ্রাম নিতে হবে না তাদের। বরং দ্বিতীয় মেয়াদে আরও তিন বছর টানা ক্ষমতায় থাকতে পারবেন তারা। সেই হিসেবে ২০২২ নয় সৌরভ-জয় শাহ জুটির মেয়াদ বেড়ে দাঁড়ালো ২০২৫ সাল পর্যন্ত।

সুপ্রীম কোর্টের ডিওয়াই চন্দ্রাচুড় এবং হিমা কোহলিকে নিয়ে দুই জজের সংগঠিত বেঞ্চ আজ (১৪ সেপ্টেম্বর) কুলিং অফ পিরিয়ড বাতিলের ঘোষণাটি দেন। এর আগে বিসিসিআই থেকে রাজ্য দলগুলোর ক্ষমতার ক্ষেত্রেও কুলিং অফ পিরিয়ড উঠিয়ে নেওয়া হয়েছিল। যার কারণে রাজ্য বোর্ডের ক্ষমতায় টানা ৬ বছর থাকতে পেরেছিলেন সৌরভ-জয় শাহ। এবার বিসিসিআইয়ে নিয়মটি বদল করা হয়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top