আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪০
টি-টোয়ন্টি বিশ্বকাপের বাছাইপর্বের নিজের প্রথম ম্যাচে রোববার (১৮ সেপ্টেম্বর) জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। শামীমা সুলতানার সঙ্গে অধিনায়ক নিগার সুলতানার ঝড়ো ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪৩ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ নারী দল। ব্যাটিংয়ের পরে বল হাতেও বোলাররা নিজেদের সর্বোচ্চ নিংড়ে দিলেন। সালমা খাতুন, সানজিদা আক্তার, নাহিদা আক্তারদের বোলিং কারিশমায় ১৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা।
১৮ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ৪০ বলে ৪৮ রান করেন শামীমা সুলতানা। এরপর জ্যোতি খেলেন ৫৩ বলে সর্বোচ্চ ৬৭ রানের নান্দনিক এক ইনিংস। ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১২৯ রানে শেষ হয় আইরিশ নারীদের ইনিংস। বাংলাদেশের হয়ে সালমা খাতুন ১৯ রানে নেন সর্বোচ্চ ৩ উইকেট।
বড় রান করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে আইরিশরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই গাবি লুইসকে (০) রানে ফেরান সানজিদা আক্তার মেঘলা। পরের ওভারে সালমার শিকারে পরিণত ওরলা প্রেনডারগেস্ট (২) রানে। এরপর ওপেনার এমি হান্টার ৩২ বলে ৩৩ রান করা হান্টারকে ফিরে যান রান আউটে। ৩০ বলে ২৮ রান করা ডেনলিকেও বেশিক্ষণ টিকতে দেননি সালমা।
আইরিশদের এক প্রান্ত আগলে রেখেছেন কেবল এইমেয়ার রিচার্ডসন। রবে শেষ রক্ষা হয়নি তাঁদের ১২৯ রানেই থামে ইনিংস। দুইটি করে উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তার। ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় অধিনায়ক বলেন, ‘খুবই আনন্দিত, দলের জয়ে অবদান রাখা অনেক বড় ব্যাপার। চেষ্টা থাকবে দলের হয়ে সবসময় নিজের রোলটা প্লে করার।’
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: আয়ারল্যান্ড বাংলাদেশ বিশ্বকাপ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।