আজ দুবাইতে আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ টাইগারদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ২২:২৩

আজ দুবাইতে আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ টাইগারদের

ক্রিকেট সংস্কৃতিতে বলা হয় ‘উইনিং ইজ এ হ্যাবিট।’ সেই জয়কে অভ্যাস পরিণত করতেই গতবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে ঠেলা গাড়ির গতি আর নিচু বাউন্সি পিচে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজন করেছিল বিসিবি।

উদ্দেশ্য ছিল ওই দুই বড় শক্তিকে নিজ মাটিতে চেনা-জানা পরিবেশে হারিয়ে জয়ের পথে থেকেই বিশ্বকাপের মাঠে নামবে টাইগাররা; কিন্তু জায়গামত সে সব কোনোই কাজে আসেনি। সেই স্লো পিচের লো স্কোরিং গেমে ১২০-এর আশপাশে স্কোর গড়ে জিতেও কোন লাভ হয়নি।

বিশ্বকাপের মূল মঞ্চে গিয়ে উল্টো মুখ থুবড়ে পড়তে হয়েছে। ওমান ছাড়া সবার কাছে হেরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে শূন্য হাতে দেশে ফিরতে হয়েছে।

এবার আর সে ভুল করতে চায় না বিসিবি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশের মাটিতে নির্জীব, মরা ও নিচু বাউন্সি এবং তুলনামূলক স্পিন সহায়ক উকেটে কোনো সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।

এমনকি দেশের স্লো ও লো পিচে প্র্যাকটিসও হয়েছে কম। তাই নিউজিল্যান্ড যাওয়ার আগে দুবাইয়ের তুলনামূলক ফার্ষ্ট উইকেটে ৬ দিনের প্রস্তুতির উদ্যোগ গ্রহণ করা হয়। প্রথমে শুধু ৪-৫টি প্র্যাকটিস সেশন কাটানোর কথা থাকলেও পরে আরব আমিরাতের সঙ্গে দুটি ম্যাচেরও আয়োজন করা হয়েছে।

এবং সে দুটি ম্যাচ কোন গা গরমের নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ বলে মর্যাদা দেয়া হচ্ছে। ২৫ সেপ্টেম্বর, রোববার প্রথম ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবেন নুরুল হাসান সোহান, লিটন দাস, সাব্বির রহমান রুম্মন, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদরা।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top