১৭ বছর পর পাকিস্তানে সিরিজ জয় ইংলিশদের
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২, ১২:৫৯
সর্বশেষ ২০০৫ সালে পাকিস্তান সফর করেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। এরপর কেটে যায় ১৭ বছর। অবশেষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আবারও পাকিস্তান সফরে আসে ইংলিশরা। আর ১৭ বছর পর পাকিস্তানে এসেই সিরিজ জিতে নিল ইংল্যান্ড ক্রিকেট দল।
সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৬৭ রানে হারিয়ে ৪-৩ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল ইংলিশরা।
লাহোর ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে ইংলিশদের আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৯ রান তোলে ইংলিশরা। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতেই থামে পাকিস্তানিরা।
ইংলিশদের পক্ষে ডেভিড মালান করেন সর্বোচ্চ ৭৮ রান। এছাড়াও হ্যারি ব্রুক ৪৬ এবং বেন ডাকেট করেন ৩০ রান।
অপরদিকে পাকিস্তানের পক্ষে শান মাসুদ সর্বোচ্চ ৫৬ রান করেন। এছাড়াও খুশদিল শাহ ২৭ এবং ইফতিখার আহমেদ ১৯ রান করেন। তবে জয়ের জন্য যেমন ব্যাটিং প্রয়োজন সেটি করতে পারেনি তারা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।