খালি হাতেই ফিরছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ০১:৫১
বাংলাদেশের জন্য ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচটি হয়ে দাড়িয়েছিলো স্রেফ নিয়ম রক্ষার। তবে এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অধরা জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফেরাতে চেয়েছিলো টিম টাইগার্স। সাকিব-লিটনের ঝড়ো ব্যাটিংয়ের পরও ছন্নছাড়া বোলিং-ফিল্ডিংয়ে সেই আশা আর পূরণ হলো না বাংলাদেশের। পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে রিক্ত হস্তেই ত্রিদেশীয় সিরিজ শেষ করলো বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে বাংলাদেশ। ১৭৪ রানের লক্ষ্যটা বড় মনে হলেও পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান আর বাবর আজমের ব্যাটিংয়ে তা যেন হয়ে যায় একেবারেই ছোট। দুই ওপেনারের ফিফটিতে ৭ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।
এর আগে বাংলাদেশের পক্ষে অর্ধশতক হাঁকিয়েছেন লিটন দাশ ও সাকিব আল হাসান। ৪২ বল খেলে দুটি ৬ এবং ছয়টি ৪ এর মাধ্যমে সর্বোচ্চ ৬৯ রান সংগ্রহ করেন লিটন। অপরদিকে সমান সংখ্যক বল খেলে সাতটি ৪ ও তিনটি ৬ এর সাহায্যে ৬৮ রান সংগ্রহ করেন টাইগার দলপতি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।