টি-টোয়েন্টি বিশ্বকাপ - ২০২২

স্কটল্যান্ডকে হারালো আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ০৪:৪২

স্কটল্যান্ডকে হারালো আয়ারল্যান্ড

১৭৭ রান তাড়া করতে নেমে কুর্টিস ক্যাম্ফারের ব্যাটিং তাণ্ডবে ১ ওভার হাতে রেখেই ৬ উইকেটে জিতলো আইরিশরা। মাত্র ৩২ বল খেলে ৭ চার ও ২ ছয়ে ৭২ রানে অপরাজিত ছিলেন ক্যাম্ফার। বল হাতেও মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নিয়ে প্রত্যাশিতভাবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। অন্য প্রান্তে ২৭ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৯ রানে অপরাজিত ছিলেন ডকরেল। দুজনের জুটি ছিল ৫৭ বলে ১১৯ রানের।

হোবার্টের বেলেরিভ ওভালে আগে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ডের ওপেনার মাইকেল জোনস জ্বলে ওঠেন। একপ্রান্ত আগলে রেখে খেলেন ১৯তম ওভার পর্যন্ত। ক্রিজে ৯৫ মিনিট থেকে ৬ চার ও ৪ ছয়ে ৮৬ রান করেন। বল খেলেন ৫৫টি।

৩৮ বলে ৪ চার ও ২ ছয়ে হাফ সেঞ্চুরি করা জোনস ম্যাচ শেষ করে আসার পথে ছিলেন। কিন্তু জশ লিটলের বলে বাউন্ডারি মারতে গিয়ে লং অনে মার্ক অ্যাডাইরের হাতে ক্যাচ দেন। সাত বল বাকি থাকতে মাঠ ছাড়েন তিনি।

তার আগেই বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে আসেন। দলীয় ১৭০ রানে আউট হন জোনস, আরও ৬ রান যোগ হয় পরে। ম্যাথু ক্রসের সঙ্গে জোনস ৫৯ ও রিচি বেরিংটনের সঙ্গে ৭৭ রানের শক্ত দুটি জুটি গড়েন। লিস্কের সঙ্গে চতুর্থ উইকেটে তার সংগ্রহ ছিল ৩৭ রান। ক্রস ২১ বলে ২৮, বেরিংটন ২৭ বলে ৩৭ রান করেন। দিনের শেষ বেলায় জোনসকে জবাব দিলেন ক্যাম্ফার।

এই ফলাফলে ‘বি’ গ্রুপ উন্মুক্ত হয়ে গেলো। দুপুরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে হারালে শেষ দুটি ম্যাচ হবে অলিখিত নকআউট।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top