টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট-২০২২
আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ২২:১২
প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ তাদের জন্য সুপার টুয়েলভে ওঠার লড়াই। এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে উইন্ডিজ।
ব্র্র্যান্ডন কিং ফিট হওয়ায় তাকে দলে ফিরিয়েছে ক্যারিবিয়রা। টস জিতে ব্যাটিং নিয়ে অধিনায়ক নিকোলাস পুরান বলেছেন, ‘আমরা একটি ভালো ফল দেখতে চাই। আমরা ইতিবাচক এবং দারুণ জয়ে ঘুরে দাঁড়িয়েছি। আমাদের আরও ভালো করতে হবে। আমাদের ভুলগুলো শুধরে নিতে হবে।’
আয়ারল্যান্ড তাদের একাদশে কোনও পরিবর্তন আনেনি। অধিনায়ক অ্যান্ডি বালবির্নি বলেছেন, ‘প্রথম হারের পর আমাদের জন্য বাঁচা-মরার লড়াই ছিল। হারের পর আমরা ভালোভাবে ঘুরে দাঁড়ালাম। পিচ ভালো মনে হচ্ছে, তাদের আটকে দিয়ে লক্ষ্য তাড়া করতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজ: কাইল মায়ার্স, জনসন চার্লস, এভিন লুইস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটকিপার), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেন, ওডিন স্মিথ, আলজারি জোসেফ, ওবেড ম্যাককয়।
আয়ারল্যান্ড: অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, লরকান টাকার (উইকটেকিপার), হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডাইর, সিমি সিং, ব্যারি ম্যাকক্যার্থি, জশ লিটল।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।