অধিনায়কত্বের দায়িত্ব থেকেই সরে দাড়িয়েছেন নবি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২, ১০:৩২
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপটা যাচ্ছেতাই কেটেছে আফগানিস্তানের। পাঁচ ম্যাচের দুটো পরিত্যক্ত হলেও বাকি তিনটিতেই হেরেছে মোহাম্মদ নবির দল। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে জয়হীন বিশ্বকাপ মিশন শেষ করেছে আফগানরা। এমন ব্যর্থতার পর অধিনায়কত্বের দায়িত্ব থেকেই সরে দাড়িয়েছেন মোহাম্মদ নবি। আজ অজিদের বিপক্ষে ম্যাচ শেষের ঘণ্টাখানেকের মধ্যে এ সিদ্ধান্ত জানিয়েছেন আফগান অধিনায়ক।
অধিনায়কত্ব ছাড়লেও দলের হয়ে এখনো খেলা চালিয়ে যেতে চান নবি। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছেন নবি। বিশ্বকাপ খেলুড়ে দল হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের প্রস্তুতি মোটেও সন্তোষোজনক ছিল না বলেও সেখানে জানান ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার।
দেশবাসী ও ক্রিকেটপ্রেমীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে নবি বলেন, ‘হতাশাজনক একটি ফলাফল নিয়ে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে। দলের এমন পারফম্যান্সে আপনাদের মতো আমরাও হতাশ। গত এক বছর ধরে আমাদের প্রস্তুতি ওই পর্যায়ে ছিল না যেটা বড় টুর্নামেন্টের জন্য একজন অধিনায়ক চায়। এছাড়া, গত বেশকিছু সফরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি এবং আমার মতামতের অমিল হওয়ায় সেটা দলের ভারসাম্যের ওপর প্রভাব ফেলেছে।’ এসব কারণে আমি যথাযথ সম্মানপ্রদর্শনপূর্বক অবিলম্বে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। ম্যানেজমেন্ট এবং দলের যদি আমাকে প্রয়োজন মনে হয় তবে দেশের হয়ে খেলা চালিয়ে যাব।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।