টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

বৃষ্টির শঙ্কা বিশ্বকাপের সেমিফাইনালে

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২, ০৪:২৮

বৃষ্টির শঙ্কা বিশ্বকাপের সেমিফাইনালে

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেমিফাইনালে মাঠে নামবে নিউজিল্যান্ড-পাকিস্তান। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

বিশ্বকাপের শেষ চারের এই লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে আছে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বুধবার (১০ নভেম্বর) কিউইদের বিপক্ষে পাকিস্তানের প্রথম সেমিফাইনাল নির্বিঘ্নে মাঠে গড়ালেও সংশয় দেখা দিয়েছে অ্যাডিলেডে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে।

অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ২টায় ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামার কথা ভারতের। তবে সেই ম্যাচ আদৌ সময় মতো মাঠে গড়াবে কিনা সেটি নিয়েই এখন শঙ্কা। ঐদিন অ্যাডিলেডের আকাশ জুড়ে থাকতে পারে বৃষ্টি।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, ভারত-ইংল্যান্ড ম্যাচের দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে প্রায় ৩০ শতাংশ। এছাড়া সারাদিনই মেঘলা থাকবে অ্যাডিলেডের আকাশ। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ২০ থেকে ৩০ কি.মি. গতিবেগে বয়ে যেতে পারে বাতাস। তবে ঐদিন বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টির বেগ কমতে পারে কিছুটা।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top