টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

ইংল্যান্ডের সামনে ১৬৯ রানের কঠিন চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০৪:৪৬

ইংল্যান্ডের সামনে ১৬৯ রানের কঠিন চ্যালেঞ্জ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে ভারত। জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হবে ১৬৯ রান।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেড ওভালে দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। ক্রিস ওকসের বলে উইকেটের পিছনে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫ রান করেন এই ব্যাটার।

এরপর অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি কিছুটা দেখেশুনে ব্যাট করতে থাকেন। যার ফলে পাওয়ার প্লেতে মাত্র ৩৮ রান তুলতে পারে তারা। পরে হাত খুলে মারার চেষ্টা করেন রোহিত। কিন্তু দলীয় ৫৬ রানে ব্যক্তিগত ২৭ রান করে বিদায় নেন রোহিত। তাকে ফেরান ক্রিস জর্দান।

হার্ডহিটার সূর্যকুমার যাদবও আজ বেশিক্ষণ টিকতে পারেননি। ১০ বলের ইনিংসে সমান একটি করে চার-ছক্কায় ১৪ রান করে সাজঘরের পথ ধরেন বর্তমান সময়ের সেরা ব্যাটার।

হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়ে নামার পরে কিছুক্ষণ বল দেখেশুনে খেলেন। কিন্তু দলীয় একশো রান পার হওয়ার পর তিনি ব্যাটিং তাণ্ডব চালান। অন্যদিকে কোহলি বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৪০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন কোহলি। ধারাবাহিক ফর্মে থাকা কোহলি আজও ফিফটি তুলে নেন। তবে ৪০ বলে পূর্ণ ৫০ রান করেন তিনি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top