অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পন্টিং

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২, ০৬:২৩

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পন্টিং

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের জন্য সময়টা তেমন ভালো যাচ্ছে না। গত বছরই কয়েক মাসের ব্যবধানে মারা গেলেন কিংবদন্তি শেন ওয়ার্ন ও অ্যান্ড্রু সাইমন্ডস। এবার বিপদের মুখে সেই সময়কারই আরেক অজি ক্রিকেটার রিকি পন্টিং। শুক্রবার অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ধারাভাষ্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক।

মাঠে চলছিল অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। সিরিজের জন্য নির্ধারিত অন্যান্য ধারাভাষ্যকারদের সঙ্গে এ ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন পন্টিংও। মধ্যাহ্নভোজের কিছু আগে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন পন্টিং। দেরি না করে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাবেক অজি অধিনায়ককে।

তবে আপাতত চিন্তা নেই পন্টিংকে নিয়ে। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম জানিয়েছে, সুস্থ আছেন পন্টিং। তবে আজ আর তিনি ধারাভাষ্য দেবেন না। ৪৭ বছর বয়স পন্টিংয়ের। যে ধরনের উপসর্গ তিনি বুঝতে পেরেছিলেন, তা থেকেই সিদ্ধান্ত নেন হাসপাতালে যাওয়ার। পরে পন্টিং নিজেই তার সহকর্মীদের জানিয়েছেন যে, তিনি সুস্থ আছেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top