৪০৪ রানে অলআউট ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০৩:৩৯

৪০৪ রানে অলআউট ভারত

চট্টগ্রামে প্রথম টেস্টে সবকটি উইকেট হারিয়ে ৪০৪ রান করেছে ভারত। ভারতের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন পূজারা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ।

টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতেই ৪৮ রানে ৩ উইকেট ও ১১২ রানে ৪ উইকেট পড়ার পর দিনটা বাংলাদেশের বোলারদেরই ধরে নিয়েছিলো প্রায় সবাই। কিন্তু চেতেশ্বর পুজারা এবং স্রেয়াশ আয়ার মিলে পঞ্চম উইকেট জুটিতে ১৪৯ রানের বড় জুটি গড়ে ২৭৮ রানে শেষ করেন প্রথম দিন।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে শ্রেয়াস আয়ারকে হারালেও অষ্টম উইকেট জুটিতে রবিচন্দন অশ্বিন এবং কুলদীপ যাদব মিলে তুলেন ৯২ রান। ভয়ংকর হয়ে উঠা অশ্বিনকে ৫৮ রানে ফেরান মিরাজ। এরপরই ব্যক্তিগত ৪০ রান করে ফিরে যান কুলদীপও।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট করে শিকার করেন মেহেদী মিরাজ এবং তাইজুল ইসলাম। এছাড়া ১ উইকেট করে শিকার করেন এবাদত হোসেন এবং খালেদ আহমেদ। দ্বিতীয় দিনে বল হাতে ১ ওভারও বল করেননি সাকিব আল হাসান।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top