নিজ দেশে হোয়াইটওয়াশ পাকিস্তান
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২, ০৪:৫৯
করাচি টেস্ট জয়ের মাধ্যমে রেকর্ড গড়েছে ইংল্যান্ড। প্রথম দল হিসেবে টেস্টে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বেন স্টোকসের দল। এবারই প্রথমবার ঘরের মাঠে।
টানা চার টেস্টে হারের মুখ দেখল পাকিস্তান। শেষ টেস্ট জয়ের জন্য ১৬৭ রান লক্ষ্যে ব্যাটে নামে ইংল্যান্ড। দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার বেন ডাকেট এবং জ্যাক ক্রাউলি। উদ্বোধনী এই জুটি থেকে তারা দুজনে মিলে যোগ করেন ৮৭ রান। তবে ক্রাউলিকে ৪১ রানে ফেরান লেগ স্পিনার আবরার আহমেদ। এরপর তিনে নেমে বড় ইনিংস খেলতে পারেননি রেহান আহেমেদও। বোল্ড হয়ে ফেরার আগে করেছেন মাত্র ১০ রান।
এরপর তৃতীয় দিনের শেষ বিকেলে অর্ধ-শতক তুলে নেন ডাকেট। ক্রিজে থেকে তাকে সঙ্গ দিয়েছেন অধিনায়ক বেন স্টোকস। তৃতীয় দিন শেষে ডাকেট ৫০ এবং ইংলিশ অধিনায়ক অপরাজিত ছিলেন ১০ রানে। চতুর্থ দিনে এসে এই জুটিতেই জয়ের রাস্তা পরিস্কার হয়ে যায় ইংল্যান্ডের।
বিষয়: পাকিস্তান হোয়াইটওয়াশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।