২২৭ রানে অলআউট বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২, ০৬:০২
১২ মাস পর শতকের সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে পারলেন না মুমিনুল। বরং আউট হয়ে ফিরলেন ৮৪ রান করে। এই ব্যাটসম্যানের বিদায়ের দুই বল পর ইতি ঘটলো বাংলাদেশের ইনিংসও।
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে এসে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে অল আউট হয়ে মাঠ ছেড়েছে। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের পক্ষে মুমিনুল ছাড়া ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আর কেউই।
মিরপুরে এদিন সকাল থেকে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিচ্ছে বোলাররা। খেলা শুরু হওয়ার দ্বিতীয় ওভারের মাথায় তো ক্যাচও তুলে দিয়েছিলেন বাংলাদেশের ওপেনার জাকির হাসান। তবে উমেশ যাদবের বলে তুলে দেওয়া সেই ক্যাচ তালুবন্দী করতে পারেননি মোহাম্মদ সিরাজ। তবে ক্যাচ না নিতে পারলেও উমেশের সঙ্গে মিলে সিরাজ টাইগার ব্যাটসম্যানদের বেশ চাপেই রেখেছিলেন।
পরবর্তীতে এই দুইজনের সঙ্গে যুক্ত হন আরেক পেসার জয়দেব উনাদকাতও। টেস্ট অভিষেকের ১২ বছর পর আবারও এই ফরম্যাটের ক্রিকেটে মাঠে নামার সুযোগ পান এই বাঁহাতি ভারতীয় পেসার। আর মাঠে নেমেই টেস্টের প্রথম উইকেটও শিকার করেন অভিষেকের ১২ বছর পরে। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৯ রান সংগ্রহ করেছে ভারত।
বিষয়: বাংলাদেশ মুমিনুল হক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।