বাবরদের প্রধান নির্বাচক হলেন আফ্রিদি
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ১৩:৫২
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসাবে নিয়োগ দিয়েছে পিসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করবেন আফ্রিদি।
শনিবার (২৪ ডিসেম্বর) তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিন সদস্যের নির্বাচক প্যানেলে আফ্রিদির সহযোগী হিসেবে থাকছেন দুই সাবেক ক্রিকেটার আবদুর রাজ্জাক ও রাও ইফতিখার আনজুম।
শহিদ আফ্রিদিকে জাতীয় দলের দেওয়া প্রসঙ্গে নাজাম শেঠি বলেন, ‘আমি জাতীয় দলের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটিকে স্বাগত জানাচ্ছি। আমার কোন সন্দেহ নেই যে এই সীমিত সময়েও তারা সাহসী সিদ্ধান্ত নেবে। যা আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে শক্ত ও প্রতিযোগিতামূলক দল গড়তে সাহায্য করবে।’
তিনি আফ্রিদির প্রশংসা করে আরও বলেন, ‘শহীদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার ছিলেন যিনি কোন ভয় ছাড়া ক্রিকেট খেলেছেন। তার ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারের অভিজ্ঞতা আছে। সব ফরম্যাটে অংশ নিয়ে সে সফল হয়েছে, তরুণদের সাহায্য করেছে। আমাদের মতে আধুনিক ক্রিকেটে তার চেয়ে যোগ্য কেউই নেই। আমি তার ব্যাপারে আত্মবিশ্বাসী। সে সেরা ক্রিকেটারদের নির্বাচন করবে এবং দলকে সাফল্য পেতে সাহায্য করবে।’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।