কোচিং প্যানেলে পরিবর্তনের আভাস দিলেন পাপন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২, ০৪:৪৬

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সেটি স্বীকার করলেও কী ধরনের পরিবর্তন আসবে, সেটি পরিষ্কার করেননি।

রোববার (২৫ ডিসেম্বর) জালাল ইউনুস বলেছিলেন, ‘আমার মনে হয় শিগগির আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন। দেখা যাক। আমরা চেষ্টা করছি।’

এদিকে পাপন বিষয়টি স্বীকার করে বলেছেন, জাতীয় দলের কোচিং প্যানেলে রদবদলের চিন্তা ভাবনা আছে তাদের। তবে তারা ব্যক্তির পরিবর্তনের চেয়ে জাতীয় দলের কোচিং প্যানেলের কার্যক্রমে গতির সঞ্চার করতে চান।

আরও পড়ুন: নিজের শততম টেস্টকে ডাবল সেঞ্চুরিতে স্মৃতি করে রখলেন ওয়ার্নার

তবে পাপন বলেন, ডোমিঙ্গোকে বদলানোর চিন্তা আপাতত তাদের নেই। হেড কোচ পদে কোনো পরিবর্তন আসবে কি না? এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, রাসেল ডোমিঙ্গোকে আপাতত বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বিসিবির। হেড কোচ ডোমিঙ্গোর পাল্লা ভারি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top