বিপিএলের সিইও হলে সব ঠিক করে দিব : সাকিব

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩, ০৬:৫৪

সাকিব আল হাসান

বিপিএল থেকে ঢাকা প্রিমিয়ার লিগ আরো ভালো হয়। বিপিএল নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। নিজে দায়িত্ব পেলে এক-দুই মাসের মধ্যেই সব ঠিক করতে পারবেন বলে জানান তিনি।

গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড এক দিনের জন্য চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) করেছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবকে। বুধবার সেই দায়িত্ব গ্রহণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই সাকিব বিপিএল নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন। এ দিন বেলা ১১টায় তিনি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এসে সিইওর দায়িত্ব নেন।

আরও পড়ুন: রোনালদোর ‘স্লিপ অব টাং’-এ বিস্মিত ভক্তরা

সাংবাদিকদের প্রশ্ন ছিল ৬ জানুয়ারি শুরু বিপিএল আয়োজনে যদি সিইও হতেন তাহলে কী ভূমিকা রাখতেন? এমন প্রশ্নের জবাবে সাকিবের সরাসরি উত্তর দায়িত্ব দিলেন। জানালেন, বেশিদিন লাগবে না পরিবর্তন করতে। সর্বোচ্চ ১ থেকে ২ মাস। সাকিব বলছিলেন, 'আমাকে যদি সিইও দায়িত্ব দেওয়া হয় বিপিএলের, আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা ১ থেকে ২ মাস লাগবে সবকিছু ঠিক করতে- ম্যাক্সিমাম। খুব বেশি হলে দুই মাসও লাগার কথা না। দুই মাস তো অনেক দূরের কথা বলেছি।'

সাকিব মজা করে একটি সিনেমার প্রসঙ্গ টেনে বলেন, 'নায়ক মুভিতে দেখেছেন না ১ দিনে অনেক কিছু করা সম্ভব যে করতে পারে। যে পারে সে সবসময়ই করতে পারে।'

বিপিএলে বিদেশি খেলোয়াররা নিয়মিত না হওয়ায় বিরক্ত সাকিব। তিনি বলেন, 'এখন এক প্লেয়ার একদিন আসবে, দুইদিন পর চলে যাবে। কে কখন আসবে কখন যাবে কেউ জানে না। ড্রেস পায়নি প্লেয়াররা। আমি আপনাদের নিউজেই দেখেছি। একটা যা-তা অবস্থা। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরও ভালোভাবে হয়। কারণ তারা আগে থেকেই টিমটা গোছাতে পারে। আরও আগে থেকে জানে যে টিমটা কি হচ্ছে এবং তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে।'

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top