সিইও নয়, সাকিব হতে চান বিসিবি সভাপতি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৩, ১৪:২২

ছবির ডানে সাকিব আল হাসান

দায়িত্ব পেলে দুই মাসেই বিপিএল এর মত টুর্নামেন্টকে বদলে দেবেন। টুর্নামেন্ট শুরুর ক’দিন আগে এমন কথাই জানিয়েছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার সাকিব আল হাসান জানালেন সুযোগ থাকলে সিইও নয়, বিসিবি প্রেসিডেন্টই হতে চান তিনি। 

স্কয়ার কনজ্যুমারের ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে রাজধানীর একটি হোটেলে উপস্থিত হয়েছিলেন সাকিব। সেখানেই এক ভক্তের করা প্রশ্ন ছিল সাকিবের প্রতি বিসিবি যদি প্রস্তাব দেয় সিইও হতে চান কী না? তখন হাসতে হাসতেই উত্তর দেন সাকিব, ‘হলে তো বিসিবির প্রেসিডেন্ট হওয়াই ভালো।’ সাকিবের উত্তরে হলভর্তি ভক্তরা তালি দিয়ে সাধুবাদ জানায়। যেন সাকিবের বিসিবি সভাপতি হওয়ার আকাঙ্ক্ষা উপস্থিত ভক্তদের সায় আছে। 

আরও পড়ুন: বর্ষসেরা কোচ হলেন লিওনেল স্কালোনি 

এখন থেকে প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্র থেকে ডয়চে ভেলের সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ফেসবুক লাইভে অংশ নিয়ে সাকিব আল হাসান বলেছিলেন, ‘আমি জানি যে আমিই হব বিসিবির ইতিহাসের সেরা প্রেসিডেন্ট এবং এটা আমি খুব ভালোভাবেই বিশ্বাস করি যে আমার পক্ষে সেটা সম্ভব।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top