ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়ান অলরাউন্ডার প্রিটোরিয়াস
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৩, ১৩:৩৯
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। আন্তর্জাতিক থেকে অবসরে গেলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বলে জানিয়েছেন তিনি। মূলত টি-টোয়েন্টি এবং অন্যান্য সংক্ষিপ্ত ফরম্যাটে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন: আজম খানের শতকের পরও দলের হার
প্রিটোরিয়াস বলেন, 'আমি আর জাতীয় দলের হয়ে খেলতে চাই না। কিছুদিন আগে আমি এই কঠিন সিদ্ধান্তটা নিয়েছি। ছেলেবেলা থেকেই আমার স্বপ্ন ছিল জাতীয় দলের প্রতিনিধিত্ব করা। ক্যারিয়ারের বাকি সময় আমি বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও অন্যান্য ছোট ফরম্যাটের ক্রিকেট চালিয়ে যেতে চাই। জাতীয় দল ছেড়ে দেওয়ায় আমি সংক্ষিপ্ত ফরম্যাটে সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারবো। এছাড়া ক্রিকেটের সাথে আমি আমার পরিবারের সাথে সমন্বয় করতে চলতে পারবো।'
সবশেষ গত বছরের ৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার হয়ে ভারতের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন প্রিটোরিয়াস। সেটাই হয়ে থাকলো দেশের জার্সিতে ৩৩ বছর বয়সী ক্রিকেটারের শেষ ম্যাচ। তার অবসরের খবর নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।