বৃহঃস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বিপিএল-২০২৩

চট্টগ্রামকে হারিয়ে বিপিএলে কুমিল্লার প্রথম জয়

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৩, ১৩:০৭

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়ে আসরের প্রথম জয়ের দেখা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে এই জয় পেলো কুমিল্লা।

সোমবার (১৬ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৩৫ রানে অলআউট হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে মিলতে পারে ঋণের প্রথম কিস্তি

লিটন দাসের মারকুটে ব্যাটিংয়ে ভালো শুরু পায় কুমিল্লা। পাওয়ার প্লেতে রান আসে ৫৬। সেখানেই মূলত ম্যাচটা জিতে গিয়েছিল কুমিল্লা। ২২ বলে ৪০ রান করে লিটন ফেরেন মৃত্যুঞ্জয়ের বলে বোল্ড হয়ে। তবে তাতে কোনো আঁচ আসেনি কুমিল্লার ব্যাটারদের ওপর।

নিয়মিত বিরতিতে অবশ্য উইকেট পড়েছে কয়েকটা। ইমরুল ফিরেছেন ১৩ রান করে। জনসন চার্লস আউট হন কোনো রান যোগ না করেই। তবে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মোহাম্মদ রিজওয়ান। ৩৫ বলে ৩৭ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top