শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রানের চাপে হেরে হোয়াটওয়াশ কিউইরা

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৩, ১০:৫৫

রানের চাপে হেরে হোয়াটওয়াশ কিউইরা

ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯০ রানে হেরেছে নিউজিল্যান্ড। এই হারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ হয়েছে কিউইরা।

আরও পড়ুন: স্ত্রীর মামলায় ভারতের দল থেকে বাদ পড়লেন শামি

মঙ্গলবার (২৪ জানুয়ারি) শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে ৩৮৫ রানের বিশাল স্কোর করে ভারত। জবাবে কনওয়ের ১৩৮ রানের ইনিংসের পরও ৯০ রানে হারে নিউজিল্যান্ড।

ভারতের হয়ে সুভমান গিল ও রহিত শর্মা সেঞ্চুরি করেন। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ফিফটিতে বড় সংগ্রহ পায় ভারত। রান তাড়া করতে নেমে কিউই ব্যাটার কনওয়ের ১৩৮ রান ব্যতীত আর কোনও ব্যাটসম্যান তেমন রান করতে পারেনি। ৪১ ওভারে ২৯৫ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও কুলদিভ ইয়াদাভ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top