বৃহঃস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বিপিএল-২০২৩

ঘরের মাঠে ৯২ রানেই অলআউট সিলেট

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৩, ০৫:২৩

সিলেট স্ট্রাইকার্স

রংপুর রাইডার্সের বোলিংয়ের সামনে আজ রীতিমত অসহায় ছিল সিলেট স্ট্রাইকার্স। নিজেদের মাটিতে খেলতে নেমে ১৯ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল দলটি। রংপুর রাইডার্সের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সিলেটের টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটাররা। পেসার তানজিম হাসান সাকিবের ৪১ রানে ভর করে সিলেট সংগ্রহ করে ৯ উইকেটে ৯২ রান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় সিলেট। শুরুটা হয়েছিল টম মোরেসকে দিয়ে। এরপর একে একে ফিরে যান নাজমুল শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকির হাসানরা। রান পাননি ইমাদ ওয়াসিম এবং থিসারা পেরেরাও। তবে পেসার তানজিম সাকিব এবং অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জুটিতে ঘুরে দাঁড়াতে চেষ্টা করে সিলেট।

এই জুটি থেকে আসে ৪৮ রান। এরপর ব্যক্তিগত ২১ রানে ক্যাচ আউট হয়ে ফেরেন মাশরাফি। তবে অবিচল ছিলেন সাকিব। অর্ধ-শতক না পেলেও ৪১ রানে থাকা অবস্থায় বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন এই পেসার। রংপুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ এবং আজমতউল্লাহ ওমরজাই।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top