সাকিবদের প্রধান কোচের দায়িত্বে চন্ডিকা হাথুরুসিংহে
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৩, ০০:৫৭
দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি গণমাধ্যমকে জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে আসছেন এই শ্রীলঙ্কান কোচ। তিন সংস্করণেই বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন তিনি।
এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন হাথুরুসিংহে। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই চাকরি ছেড়ে চলে যান তিনি। গত ডিসেম্বরে রাসেল ডমিঙ্গো চলে যাওয়ার পর প্রধান কোচের শূন্য পদে সেই হাথুরুসিংহেকেই ফেরাল বিসিবি।
আরও পড়ুন: ২১০ রান তাড়া করে কুমিল্লার অবিশ্বাস্য জয়
এর আগে কোচ হাথুরুসিংহে চলের যাওয়ার পর বিবিসি সভাপতি পাপন জানিয়েছিলেন, ক্রিকেটারদের মানসিকতা ও নিবেদনের ঘাটতি নিয়ে বিরক্ত ছিলেন হাথুরুসিংহে। এছাড়াও, সেসময় দেশ ও দলের প্রতি অলরাউন্ডার সাকিব আল হাসানের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তুলেছিলেন হাথুরুসিংহে।
বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে অস্ট্রেলিয়ার রাজ্যদল নিউ সাউথ ওয়েলস ব্লুজের সহকারী কোচের দায়িত্ব ছেড়েছেন হাথুরুসিংহে। এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসে মঙ্গলবার। এতে কদিন ধরে চলা গুঞ্জনটা জোরাল হয় আরও। পরে বিসিবির একটি সূত্র নিশ্চিত করে, হাথুরুসিংহেই হচ্ছেন পরবর্তী কোচ।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।