বিপিএল ২০২৩
তুরস্ক ও সিরিয়ার জন্য বিপিএল ম্যাচে এক মিনিট নীরবতা পালন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:১৫
দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ায় ভূমিকম্পে আট হাজারেরও বেশি মানুষ মারা গেছে। আড়াই কোটিরও বেশি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।
ভূমিকম্পে বিপর্যস্ত দুটি দেশের মানুষের প্রার্থনায় বিপিএল ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। বুধবার (০৮ ফেব্রুয়ারি, ২০২৩) দুপুর দেড়টায় সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স বিপিএলের ৩৯তম ম্যাচে মাঠে নেমেছে। ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল ও দর্শকরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠে হৃদয়স্পর্শী সেসব ঘটনার ছবি। সঙ্গে ভেসে উঠে বার্তা, ‘তুরস্ক ও সিরিয়ার জন্য আমাদের মন পুড়ছে।’
আরও পড়ুন: ২০৩০ বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টিনাসহ চার দেশের আবেদন
গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর থেকে দফায় দফায় আরও কয়েকটি ভূমিকম্প হয়েছে।
বিষয়: দক্ষিণ তুরস্ক উত্তর সিরিয়া ভূমিকম্প ধ্বংসস্তূপ উদ্ধারকর্মী মৃত্যু বিপিএল সিলেট স্ট্রাইকার্স খুলনা টাইগার্স নীরবতা পালন newsflash71 Latest News newsflash News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।