টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৭ জুন

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:২৯

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৭ জুন

চলতি বছরের ৭ জুন ইংল্যান্ডের ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যদিও কোন দুই দল দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে তা এখনো নিশ্চিত নয়।

টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের ফাইনালে উঠা এক প্রকার নিশ্চিত। ৭৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যাট কামিন্সরা। ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের ঝুলিতে ৫৮.৯৩ শতাংশ পয়েন্ট। তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট রয়েছে তাদের। এছাড়া দক্ষিণ আফ্রিকা রয়েছে চতুর্থ স্থানে।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ার জন্য বিপিএল ম্যাচে এক মিনিট নীরবতা পালন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ব্যাপারে রোমাঞ্চিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে নেতৃত্ব দেওয়া খুবই গর্বের হবে আমার জন্য। ওভালে ওই ট্রফি তুলতে চাইবো আমরা। তার আগে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামতে হবে আমাদের।

অন্যদিকে, ফাইনালের ব্যাপারে আত্মবিশ্বাসী প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, শেষ দু’বছরে আমাদের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ একটা অনুপ্রেরণা। প্রথমবার আমরা ফাইনাল খেলতে পারিনি। তাই এ বছর সেটা খেলার জন্য মুখিয়ে আছি। ভারত শেষ এক বছরে লাল বলের ক্রিকেটে বড় শক্তি হলেও আমরা আত্মবিশ্বাসী ফাইনাল খেলার ব্যাপারে। আমাদের দলের সবার জন্য ফাইনালে সুযোগ পাওয়াটা পরিশ্রমের ফল।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top