বৃহঃস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বিপিএল-২০২৩

১৭৭ রানের বড় সংগ্রহ কুমিল্লার

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:১৪

১৭৭ রানের বড় সংগ্রহ কুমিল্লার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের আজকের ম্যাচে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্স। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ দাঁড় করায় ইমরুল কায়েসের দল।

ওপেনিংয়ে লিটন ও রিজওয়ান শুরু করেন ঝড়ো ব্যাটিং। ৩০ বলে তাড়া গড়েন ৪৩ রানের জুটি। এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের বাউন্সারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে বিদায় নেন রিজওয়ান। যাওয়ার আগে তিনি খেলেন ২১ বলে ২৪ রানের ইনিংস। তিনে ব্যাট করতে নেমে ৮ রানেই উইকেট হারান সুনিল নারাইন। চারে ব্যাট করতে নামা ইমরুলকে নিয়ে দলের সংগ্রহ একশ পার করেন লিটন।

আরও পড়ুন: ৪ গোল করে ৫০০ গোলের রেকর্ড গড়েলেন রোনালদো

কিন্তু ফিফটি সংগ্রহের তিন রান আগেই ক্যাচ তুলে বিদায় নেন লিটন। ৩৩ বলের এই ইনিংসে তিনি ৩ ছক্কা ও ৩ চার। কিছুক্ষণ পরেই উইকেট হারান কায়েস। ১৯ রানে তার বিদায়ের পর দলের হাল ধরেন জাকের আলী ও খুশদিল শাহ। এই দুই ব্যাটার গড়েন ৩৯ বলে ৭২ বলের দুর্দান্ত জুটি। শেষ ওভারে ২৩ বলে ৩৪ রান করা জাকের বিদায় নিলেও খুশদিল অপরাজিত থাকেন ২০ বলে ৪০ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৩ ছক্কা ও ২ চারে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top