• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৩, ০১:১৫

সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে রবিবার (১২ ফেব্রুয়ারি) আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ। হারের বৃত্ত ভেঙ্গে জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরুর স্বপ্ন বাংলাদেশের মেয়েদের।

আজ বাংলাদেশ সময় রাত ১১টায় দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবার বিশ্বকাপে মোট ১০টি দল অংশ নিচ্ছে দুই গ্রুপে ভাগ হয়ে গ্রুপ-এ’তে বাংলাদেশের সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। গ্রুপ-‘বি’তে আছে গতবারের রানার্স-আপ ভারত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন: ব্যাংকের লাখ টাকা খেল উইপোকা

গেল বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল হিসেবে এবারের মূল প্রতিযোগিতায় নাম লেখায় বাংলাদেশ। ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়েছিলো বাংলাদেশ। অবশ্য বাছাইপর্বের রানার্স-আপ হিসেবে মূল পর্ব খেলছে আইরিশরাও। 

এই নিয়ে পঞ্চমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। ২০১৪ সালে প্রথম বিশ্বকাপে খেলতে নেমেছিলো লাল সবুজের জার্সিধারীরা। এরপর ২০১৬, ২০১৮ ও ২০২০ বিশ্বকাপে অংশ নিলেও প্রতিটি আসরেই প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে টাইগ্রেসদের। এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে মোট ১৭টি ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় ও ১৫টিতে হেরেছে বাংলাদেশ। ২০১৪ সালে ঘরের মাঠে হওয়া আসরে গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ৩ রানে ও নবম স্থান প্লে-অফের ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭ রানে হারিয়েছিলো বাংলাদেশ। এরপর ২০১৬, ২০১৮ ও ২০২০ সালের আসরে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ।

বিশ্বকাপের আগে আইসিসির দু’টি প্রস্তুতিমূলক ম্যাচেই অবশ্য হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে ৬ উইকেটে ও ভারতের কাছে ৫২ রানে ম্যাচ হারে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় দিয়ে মোমেন্টাম নিজেদের দিকে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের। দেশ ছাড়ার আগে এমনটাই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

জ্যোতি বলেন, ‘মোমেন্টাম পেতে হলে প্রথম ম্যাচ থেকেই আমাদের ভালো করতে হবে। আমাদের বিশ্বাস আছে, মোমেন্টাম পেলে আমরা এগিয়ে যেতে পারবো। আমি মনে করি গ্রুপ পর্বে দু’টি বা তিনটি ম্যাচে জয় সম্ভব। আমাদের শুধু দরকার মোমেন্টাম।’

বাংলাদেশ স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আকতার, দিলারা আকতার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মোস্তারি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top