ড্রেসিংরুমে ধূমপান করায় শাস্তি পেলেন সুজন

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৪৪

 ড্রেসিংরুমে ধূমপান করায় শাস্তি পেলেন সুজন

বিপিএলে ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে প্রকাশ্যে ধূমপান করায় শাস্তি পেয়েছেন খুলনা টাইগার্স কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, খেলার চেতনা বিরোধী কাজ করায় তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি আচরণবিধিতে যুক্ত হয়েছে আরও ২টি ডিমেরিট পয়েন্ট।

আরও পড়ুন: কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির মৃত্যুবার্ষিকী আজ

১০ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে এই ঘটনাটি ঘটেছে। বরিশালের দেওয়া ১৭০ রান তাড়া করতে নেমে শেষ চার বলে খুলনার প্রয়োজন ছিল ৪ রান। এ সময় টিভি ক্যামেরা ড্রেসিংরুমের দিকে নিলে দেখা যায় সুজন ধূমপান করছেন। মুহূর্তের মধ্যে ছবিটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top